1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
প্রেম সাধনায় পারভীন লিসা - রংপুর সংবাদ
রবিবার, ২৬ মে ২০২৪, ০৬:২০ পূর্বাহ্ন

প্রেম সাধনায় পারভীন লিসা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬৮ জন নিউজটি পড়েছেন

 

নিউজ ডেস্ক,:
রিলিজ হয়ে গেলো পারভীন লিসার দ্বিতীয় মৌলিক গান”প্রেম সাধনায়”। গানটির কথা ও সুর করেছেন এ প্রজন্মের তরুণ গীতিকার ও সুরকার পলাশ লোহ  এবং গানটির মিউজিক করেছেন বেলাল হোসাইন চঞ্চল। এটি মুলত একটি প্রেমের গান। বন্ধুর আসায় বসে আছে তার ভালোবাসার মানুষ। বন্ধু তার ভালোবাসার মানুষের কাছে ধরা দিবে সেই আশায় মনের সকল না বলা কথা বিভিন্ন উপমায় গানের মধ্যে উঠে এসেছে। পারভিনের গানে বাশি বাজিয়েছেন বাঁশির জাদুকর শহীদ । সব ঠিক থাকলে আগামীকাল পারভীন লিসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও রিলিজ হবে। পারভীন জানান,ঢাকার বাইরে দুইটি লোকেশনে সম্প্রতি গানটির শুটিং শেষ হয়েছে। এই গানটিতে তার বিপরীতে মডেল হিসেবে দেখা যাবে নতুন মুখ ঈশান হাসান কে। প্রেম আর বিরহ দুইয়ে মিলে তৈরি গানটি  ভক্তদের মনে জায়গা করে নেবে এমনটাই আশা করেন পারভীন। উল্লেখ্য আসছে ঈদুল ফিতরে পারভীনের আরো একটি গানের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার কথা রয়েছে। সামনে গান নিয়ে আরও বেশ কিছু পরিকল্পনার কথা জানান এই শিল্পী।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun