কুড়িগ্রাম প্রতিনিধিঃ
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কুড়িগ্রামে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলার নাগেশ্বরী উপজেলায় মাস্ক পরিধান না করায় মামলা এবং অর্থ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুরে অভিযান পরিচালনা করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম। এসময় মাস্ক না পরায় ৭ জন ব্যক্তির নামে মামলা এবং ১১ জনকে নগদ অর্থ জরিমানা করা হয়।
পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র এবং দিনমজুর শ্রেণির মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন, নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুম বলেন, করোনা সংক্রমণ রোধে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয় এবং এই অভিযান অব্যাহত থাকবে।