এসডি দোহা পাটগ্রাম প্রতিনিধি: সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরে লোড-আনলোড কাজে নিয়োজিত সকল শ্রমিকদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি আদায় ও শ্রমিক সংগঠনের কমিটি গঠনের বিষয়ে সোমবার (২০ নভেম্বর) দুপুরে শ্রমিক লীগের সভাপতি সাজ্জাদ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন শ্রমিক লীগ কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি মোঃ সফর উদ্দিন। এসময় পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, শ্রমিক সমিতির সভাপতি সামছুল হুদা, চয়নসহ সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে শ্রমিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সভায় শ্রমিকদের ৪৪ কোটি টাকা উদ্ধারসহ ৭ দফা দাবি আদায় প্রসঙ্গে কথা বলেন শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বুড়িমারী বন্দরে শ্রমিকেরা ১৩ বছর ধরে নির্যাতিত। সমিতি হচ্ছে সবচেয়ে বড় একতা শক্তি। সমিতির টাকা আমরা বাড়ি নিয়ে যেতে আসিনি। টাকা ৪৪ কোটি কিভাবে উদ্ধার করা যায় সে বিষয়ে এই নেতা শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply