রংপুর প্রতিনিধিঃরংপুরের পীরগঞ্জে শীতের পিঠা নিয়ে মেয়ের বাড়িতে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ছাদেক আলী (৬৫) নামে এক বৃদ্ধ।
গতকাল দুপুরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বোর্ড ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাদেক উপজেলার রায়পুর ইউনিয়নের সাতগড়া গ্রামের মৃত মাহাতাব উদ্দীনের ছেলে।
বড়দরগাহ্ হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ছাদেক আলী শীতের পিঠা নিয়ে উপজেলার ঘোলা গ্রামে তার মেয়ের বাড়িতে বাইসাইকেলযোগে যাচ্ছিলেন। এ সময় বোর্ড ঘর নামক স্থানে মহাসড়ক পার হতে গিয়ে রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ছাদেক আলী। বড়দরগাহ্ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :