মহসিন মিয়া:
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপি। অপর দিকে শান্তি সমাবেশের ডাক দেয় আ’লীগ নেতাকর্মীরা। পরে উভয় পক্ষের মিছিল সামনাসামনি আসলে সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ডাউয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার ইসলাম লিমন (২৮)।তিনি স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছে।
ডাউয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীগ সাধারণ সম্পাদক আলিম হোসেন বলেন,ফাঁকায় পেয়ে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার ইসলাম লিমনের উপর হামলা চালায় সন্ত্রাসী বিএনপির নেতাকর্মীরা।
ডাউয়াবাড়িতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা হয়। সেই রাতেই বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম বলেন,মামলার পর রাতেই অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করে মঙ্গলবার দুপুরে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply