1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
আইজিপি: যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার ক্ষমতা আছে পুলিশের - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০১ পূর্বাহ্ন

আইজিপি: যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার ক্ষমতা আছে পুলিশের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১ জন নিউজটি পড়েছেন

 

মাহির খান:
বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জানমাল অনিরাপদ করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়ার সক্ষমতা পুলিশের রয়েছে। এজন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং পুলিশ বাহিনী সবসময় প্রস্তুত। পুলিশের বর্তমানে প্রশিক্ষিত জনবল, লজিস্টিক এবং প্রয়োজনীয় সরঞ্জামও রয়েছে।”

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

আইজিপি আরও বলেন, “আসন্ন সংসদ নির্বাচনকে ঘিরে জঙ্গিবাদের উত্থানের কোনো তথ্য পুলিশের কাছে নেই। জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ক্ষ্যে গোয়েন্দা সংস্থা, র‌্যাবসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

ইতোমধ্যে বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, “সম্প্রতি বান্দরবনে র‌্যাব জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে। পুলিশের তৎপরতায় মৌলভীবাজারে জঙ্গিরা সংগঠিত হতে পারেনি। আমরা জঙ্গিদের চেয়ে একধাপ এগিয়ে। জঙ্গিরা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরির আগেই আমরা ব্যবস্থা নিতে পেরেছি।”

পুলিশ প্রধান আরও বলেন, ‘‘জাতীয় সংসদ নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করবে। শতবর্ষের পুরনো পুলিশ বাহিনী অতীতে জনগণকে সাথে নিয়ে কাজ করেছে, আগামীতেও এক সাথে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবে।’’

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর সুধী সমাবেশে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ ট্রেনিং সেন্টারের কম্যান্ডেন্ট বাসুদেব বণিক, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun