স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দিঘীরহাট এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মাস্টার এর নামকরণে সড়ক উদ্বোধন করলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।
শনিবার সকাল ১১ঃ৩০ টায় দিঘীরহাট হইতে বিজিবি ক্যাম্প হয়ে অডিটোরিয়াম মোড় পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক মাস্টারের নামে সড়কটির মোড়ক উন্মোচন করেন তিনি।
এ সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সিংগীমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা হাতীবান্ধা উপজেলা শাখা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন সিরাজ, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, সিনিয়র সাংবাদিক কাজী আলতাব, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহ আলম, বীর মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড হাতীবান্ধা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক দোলন,গংগাচরার উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান, আব্দুল বাতেন, আব্দুল মতিন বকুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের নামে দিঘীরহাট হইতে বিজিবি ক্যাম্প হয়ে অডিটোরিয়াম পর্যন্ত সড়কের নামকরণ বিষয়ে গংগাচরা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মান্নান বলেন, আমার বাবার নামে আমাদের এলাকার এই সড়কটির নামকরণ করায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি মহোদয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে দাবি করছি এভাবেই বীর মুক্তিযোদ্ধাদের যেন সম্মান দেওয়া হয়। যেসব সড়কের কাজ এখনো অবশিষ্ট আছে সেসব সড়কের নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করলে তারা সম্মানিত হবেন।
Leave a Reply