1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
আদিতমারীতে দলীল লেখকের হাতে হিন্দু নারী লাঞ্ছিত - রংপুর সংবাদ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোট বর্জনের ইঙ্গিত জাপা মহাসচিবের স্বতন্ত্র প্রার্থীদের সাবধান করে যা বললেন ওবায়দুল কাদের রংপুরে ৪লাখ ৮৯ হাজার ৫৮৫জন শিশুকে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শীত বাড়ায় মার্কেটের থেকে ফুটপাতে বিক্রি বেড়েছে গরম কাপড়ের রসিকে ১ লাখ ২৯ হাজার ৫০০ টি শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে ভোক্তার অভিযানে ২০০ টাকার পেয়াজ মিললো ১৫০ টাকায় রংপুর ২- প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু; নেতাকর্মীদের উচ্ছ্বাস চার বছর ধরে লাপাত্তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাস্টিক বোতল দিলে পাওয়া যাবে কম্বল সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃতফসিল চেয়ে রিট

আদিতমারীতে দলীল লেখকের হাতে হিন্দু নারী লাঞ্ছিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫০২ জন নিউজটি পড়েছেন

 

রবিউল ইসলাম বাবুল,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলা সাব-রেজিষ্টার আফিসে প্রকাশ্যে এক মহিলাকে লাহৃিত করলেন দলীল লেখক পাতি রুহুল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আদিতমারী সাব-রেজিষ্ট্রি অফিসের সব-রেজিষ্টারের সামনে এ- ঘটনাটি ঘটে।

জানা গেছে আদিতমারী উপজেলার বৈরাগীর ভিটা কিসামত চন্দ্রপুর এলাকার অনিল চন্দ্র মোহন্তের দুই ছেলের মধ্যে জমি ভাগা ভাগি করে দেযার সময় ছোট ছেলে রনজিৎ কুমার ও তার ছেলে চন্দ্রন ও ছোট ছেলে ও স্ত্রী মিলে সু-কৌশলে ৯০ বছরের বৃদ্ধা বাবা কে ভুলিয়ে ভালিয়ে রেজিষ্ট্রেরী অফিসে এনে নিজের নামে জমি লেখে নেওয়ার চেষ্টায়।

খবর পেয়ে বড় ছেলে অতুল চন্দ্র ও তার স্ত্রী,সাব- রেজিষ্টার অফিসে এসে ছোট ভাই রনজিৎ কুমার কে নিষেধ করে। কিন্তু রনজিৎ তার কোনও কথা না শুনে দলীল লেখক কে বলেন আপনী দলীল পার করান কত টাকন লাগবে দিব, এই সুযোগ কাজে লাগিয়ে দলীল লেখক, পাতি রুহুল, কৌশলে জমি দলীল রেজিষ্ট্রেশন করাতে সাব- রেজিষ্টাটারের নিকট যাওয়ার সময় অতুলের স্ত্রী দলীল লেখক এর হ্তে পায়ে ধরে অনুরোধ করে বলেন দাদা আমার শশুরের মাথা ঠিক নেই তার ৯০ উপরে বয়স তাই তাকে যখন যেভাবে বলে তাই করে। আপি দয়া করে ওয়ারিশদের মাঝে সম-বন্ঠনের বঢবস্থা করুন। কিন্তু লেভী দলীল লেখক পাতি রুহুল তার কথায় কর্ণ পাত না করে প্রকাশ্যে তাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয় ও সকলে সামনে লাঞ্চৃিত করে।

পরে পাশে থাকা লোকজন অতুলের স্ত্রীকে মাটি থেকে তুলে প্রার্থমিক চিকিৎসা দিয়ে সুস্থ করেন।

এহেন কার্যকলাপের জন্য এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরে আদিতমারী উপজেলার ধার করা সাব-রেজিষ্টার বিষটি থানায় অবগত করলে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উভয়কে থানায় ডাকেন।

উক্ত ঘটনার জন্য অতুলের স্ত্রী বাদী হয়ে দলীল লেখক পাতি রুহুলের নামে নারী নির্যাতনের অভিযোগ করেন।

এর আগে অতুল চন্দ্র ও তার মা শেফালী রাণী বাদী হয়ে সমুদয় জমি সম-বন্ঠনের জন্য আদিতমারী উপজেলা সাব-রেজিষ্টার বরাবরে দখাস্ত করেন। অনুলিপি জেলা প্রসাশক লালমনিরহাট, উপজেলা নির্বাহী অফিসার আদিতমারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আদিতমারী, অফিসার ইনচার্জ আদিতমারী, দলীল লেখক সমতি আদিতমারী, প্রেস ক্লাব লালমনিরহাট, রির্পোটাস ইউনিটি লালমনিরহাট বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট বরাবরে অনুলিপি দেন। ও অতুল চন্দ্র বাদী হয়ে ভাদাই ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে একটি অভিযোগ করেন।

এদিকে আদিতমারী সাব,-রেজিষ্টারের সদইচ্ছা বা উভয় শরীকদের সম-বন্থাঠনের সদ ইচ্ছা না থাকায় দলীল লেখক, পাতি রুহুল অফিসের সামনে এ আপত্তিকর নির্যাতনের ঘটনাটি ঘটেছে বলে মন্তব্য করেছেন আদিতমারী উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজ। সৃষ্ট ঘটনায় এলাকাবাসী দলীল লেখক পাতি রুহুলের লাইসেন্স বাতিলের দাবী জানিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিষটি নিয়ে আদিতমারী থানায় দু” পক্ষকে ডেকেছেন ও বিষটি নিস্পত্তির জন্য বসেছেন থানা পুলিশ।

এব্যপারে আদিতমারী সাব-রেজিষ্টার রাশেদুজ্জামান সঙ্গে মুঠো ফোনে আলোচনা করার চেষ্টা করে ও কয়েক বার ফোন দিলে ও তিনি রিসিভ করননি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun