মাহির খান:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের উজ্জীবিত করতে গত বুধবার সন্ধ্যায় ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী হাসেনীয়া আলিম মাদ্রাসার হলরুমে মাসিক এ সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।
ভেলাগুড়ি ইউনিয়ন আ’লীগের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু। প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। মাহমুদুল হাসান সোহাগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন,আওয়ামী লীগ সরকার উন্নয়নে কাজ করছে।হাতীবান্ধা-পাটগ্রামে আজ যত উন্নয়ন হয়েছে সবই জননেতা মোতাহার হোসেনের হাত ধরেই হয়েছে।
তিনি আরও বলেন,আওয়ামী লীগ জনবান্ধন দল। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন হাতীবান্ধা-পাটগ্রামের প্রতিটা গ্রামে গ্রামে পৌছে দিয়েছেন এমপি মোতাহার হোসেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
আরও বক্তব্য রাখেন ভেলাগুড়ির বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মোঃ এমদাদ হোসেন।তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে জননেতা মোতাহার হোসেন এমপির হাত শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রতিটা মানুষের মাঝে আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো তুলে ধরতে হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর,উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু,উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও বোর্ডেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply