স্টাফ রিপোর্টার:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামে এক যুগলকে গাছে বেঁধে রাখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
স্থানীয়রা জানান, সিংগীমারী গ্রামের সুভাষ চন্দ্রের ছেলে তপন চন্দ্রের সঙ্গে প্রতিবেশী এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে গত বৃহস্পতিবার সকালে তরুণী ওই যুবকের বাড়িতে গেলে স্থানীয় কয়েক ব্যক্তি তাদের বাড়ি থেকে বের করে এনে সিংগীমারী ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য রাহেলা বেগমের বাড়ির সামনের সুপারি গাছে একসঙ্গে বেঁধে নির্যাতন করে।
দুপুরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তরুণীর বাবার দায়ের করা ধর্ষণ মামলায় তপনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তপন।
Leave a Reply