1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
নীলফামারীর কিশোরগঞ্জে অতিরিক্ত খাজনা আদায়: রাজস্ব হারাচ্ছে সরকার - রংপুর সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার

নীলফামারীর কিশোরগঞ্জে অতিরিক্ত খাজনা আদায়: রাজস্ব হারাচ্ছে সরকার

জয়ন্ত রায়,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৮৭ জন নিউজটি পড়েছেন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম হাটে ইজারা ছাড়াই ডুপ্লিকেট রশিদ বই ইস্যু করে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে। ফলে একদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার অপর দিকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুবিধাবাদীরা। এ ঘটনায় স্থানীয়রা নীলফামারী জেলা প্রশাসক বরারর লিখিত অভিযোগ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নের ১৩টি হাট বাজার (১৪২৮ সনের) ইজারার জন্য গত ২৮-২-২০২১ই তারিখে সালে দরপত্র বিঙ্গপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। দরপত্র অনুযায়ী ১১ টি হাটবাজার ২ লাখ ৬০ হাজার ১ শ টাকার বিনিময়ে ইজারা প্রদান করা হয়। কিন্তু কিশোরগঞ্জ সদর এবং গাড়াগ্রাম হাট ইজারার মাধ্যমে না দিয়ে স্ব স্ব ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের খাস খাজনা আদায়ের নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম। দরপত্রে গাড়াগ্রাম হাটের ইজারা মুল্য ছিল ২০ লাখ ১৪ হাজার ২৫০ এবং কিশোরগঞ্জ সদর হাটের ইজারা মুল্য ছিল ৩১ লাখ ২২ হাজার ৩৩৯ টাকা।

গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি না মেনে গাড়াগ্রাম হাট বাজার কমিটির সভাপতি সেকেন্দার আলী ডুপ্লিকেট বই ইস্যু করে বিক্রিত গরু এবং ছাগলের রশিদ করছেন। নিয়ম অনুযায়ী ওই ইউনিয়নের ভুমি কর্মকর্তা হাটে উপস্থিত থেকে সরকারী রশিদের মাধ্যমে সরকার নির্ধারিত ফি অনুযায়ী টাকা আদায় করার কথা কিন্তু হাটে ভূমি কমকর্তাতো দুরের কথা সরকারী দায়িত্বপ্রাপ্ত কাউকে খঁজে পাওয়া যায়নি। হাটে গরু কিনতে আসা এক গরু ব্যবসায়ী জানান, এই হাটে গরু কিনতে আসলে বাজার কমিটির লোকজন গরু প্রতি ৪৫০ টাকা হারে আদায় করেন।

এ বিষয়ে হাট বাজার কমিটির সভাপতি সেকেন্দার আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসারের অনুরোধে হাট বাজারের খাজনা আদায়ে আমি সহযোগিতা করছি মাত্র। ডুপ্লিকেট বই দিয়ে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত ফি আদায় আদায় করছেন কেন প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে আপনি তহশিলদারের সাথে কথা বলেন।
গাড়াগ্রাম ইউনিয়ন ভূমি কর্মকর্তা এন্দাদুল হকের সাথে কথা বললে তিনি বলেন, হাট বাজারের খাজনা আদায়ের কোন রশিদ আমি সরবরাহ করিনি। সব কিছু উপজেলা নির্বাহী অফিসার স্যার করছেন। খাজনা কার কাছে জমা হচ্ছে প্রশ্ন করলে তিনি বলেন আমি এ বিষয়েও কিছু জানিনা।

উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগমের সাথে কথা বললে তিনি বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী বাংলা ১৪২৮ সনের হাট বাজার ইজারার জন্য পত্রিকায় বিঙ্গপ্তি প্রকাশ করা । বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত ওই দুই হাটের জন্য কেউ দরপত্র না কেনায় নিয়ম অনুযায়ী হাট দুটি খাস খাজনা আদায়ের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হয়। ইউনিয়ন ভুমি কর্মকর্তার অনুপুস্থিতিতে হাট বাজার কমিটির সভাপতি সেকেন্দার আলী ডুপ্লিকেট রশিদ বই ইস্যু করে খাজনা আদায় করছে জানালে তিনি বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য যে, ১৪২৬ খ্রিস্টাব্দে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের ১৩টি হাট বাজার ইজারা বাবদ রাজস্ব আয় হয় ২১ লক্ষ ৪৯ হাজার ৮৯১ টাকা। ১৪২৭ খ্রিস্টাব্দে রাজস্ব আয় হয় ৫১ লাখ ২৩ হাজার ৪৯ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে কিশোরগঞ্জের এক ব্যবসায়ী জানান, গত সপ্তাহে কিশোরগঞ্জ হাটের নিলাম হয়েছে ১ লাখ ৫ হাজার টাকা। সে অনুযায়ী ৩৬৫ দিনে ৫২ সপ্তাহে ৫২ লাখ টাকা রাজস্ব আসার কথা ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun