1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
রংপুরে প্রতিষ্ঠিত হচ্ছে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় - রংপুর সংবাদ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকাসহ ছয় বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার

রংপুরে প্রতিষ্ঠিত হচ্ছে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয়

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
  • ১০২ জন নিউজটি পড়েছেন

রংপুরের পীরগাছায় প্রস্তাবিত দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। এটি হবে দেশের প্রথম বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয়। দক্ষ ও মেধাবী আইনজীবী গড়ার প্রত্যয়ে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে।

রোববার (৩০ মে) বিকেলে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এ কথা জানান দেবী চৌধুরাণী বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ডের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, রংপুরে আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ইতো মধ্যে দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়েছে। জেলার পীরগাছায় মহিয়সী নারী দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত স্থানে দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় নামে একটি বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ এখন পর্যন্ত আইন বিষয়ে বিষেশায়িত কোন একক বিশ্ববিদ্যালয় নেই। যদি দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা সম্ভব হয়, এটি হবে দেশের ইতিহাসে প্রথম আইন বিশ্ববিদ্যালয়।

আলমগীর হোসেন আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রান্তিক জনগোষ্ঠীসহ দেশের মানুষের জন্য একটি নতুন বিচার ব্যবস্থার স্বপ্ন দেখেছেন। তিনি (বঙ্গবন্ধু) বিশ্বাস করতেন অভিজ্ঞ ও যোগ্য আইনজীবীর মাধ্যমে একটি মেধা সম্পন্ন বিচার ব্যবস্থা গড়ে দোলা সম্ভব। সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই একটি বিশেষায়িত আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড গঠন করা হয়েছে। দুই একর জমিতে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশের অভিজ্ঞ আইনজীবীদের নিয়ে নয় সদস্যের ট্রাষ্টি বোর্ড গঠন ও দলিল নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় একটি বিশ্বমানের আইন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সহযোগিতা করবে আফ্রিকা-এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দেবী চৌধুরানী আইন বিশ্ববিদ্যালয় ট্রাষ্টি বোর্ড এর চেয়ারম্যান অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মোঃ রফিক হাসনাইন, সদস্য অ্যাডভোকেট আফরোজা শারমিন কনা ও পংকজ কুমার কুন্ড প্রমুখ।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun