নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লালমনিরহাটের হাতীবান্ধা-পাটগ্রামবাসীসহ দেশের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
এক শুভেচ্ছা বাণীতে মাহমুদুল হাসান সোহাগ বলেন, পবিত্র ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদ। তাই ভেদাভেদ ভুলে এক কাতারে এসে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ ভাগাভাগি করার আহবান জানান তিনি।
তিনি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। তাই ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আসুন আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌন্দর্য -পবিত্র ঈদুল আযহাতে এ প্রত্যাশা করি।
হাতীবান্ধা-পাটগ্রামবাসী আনন্দের সঙ্গে ঈদ পালন করুন- এ আশাবাদ ব্যক্ত করে বলেন দল, মত নির্বিশেষে সবাই মিল ঈদ উৎসব পালন করবো।
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সৌর্হাদ্যপূর্ণ বন্ধন জোরদারের মধ্যদিয়ে নবউদ্যমে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। সবার সুখ, শান্তি ও সমৃদ্ধময় জীবন কামনা করেন মাহমুদুল হাসান সোহাগ ।
শুভেচ্ছান্তে:
মোঃমাহমুদুল হাসান সোহাগ
সাধারণ সম্পাদক,উপজেলা আওয়ামী লীগ,হাতীবান্ধা,লালমনিরহাট।
Leave a Reply