পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীর কোরবানীর জন্য
অন্যতম সেরা আকর্ষণ ১৫ লাখ টাকার ২০ মণ ওজনের ‘লাল মিয়া নামে বিশালা ষাড়।
পলাশবাড়ী মহদীপুর ইউনিয়ন মহদীপুর গ্রামে গিয়ে দেখা যায়, ষাড়টির উচ্চতা এত বড় যে খামারের চাল পর্যন্ত পৌঁছে গেছে।
প্রকান্ড ষাঁড়টিতে একনজর দেখার জন্য শাহাজান বাড়ির ভতরে-বাইরে ভীর করছেন শিশুসহ শতশত নারী-পুরুষ।
শাহাজান হোসেন বলেন,তিন বছর আগে তার খামারে জন্ম নেয় একটি ভাল জাতের একটি এঁড়ে বাছুর। আদর করে নাম রাখেন লাল মিয়া। সময়েরর ব্যবধানে আজ সে বিশাল ষাড়ে পরিণত হয়েছে।
তিনি জানান, নিজের সন্তানের মত করে লাল মিয়াকে বড় করেছেন তিনি। ষাড়টিকে কখনো তিনি ফিড বা রাসায়নিক ক্ষতিকর কোন খাদ্য খাওয়াননি। ছোট থেকে স্বাস্থ্য সম্মত-দেশী খাবার যেন খৈল, ভুষি ও কাঁচা ঘাস খাইয়ে বড় করেছেন তিনি।
তিনি আরো জানান, ষাড়টির উচ্চতা ছয় ফিটের বেশী। ওজন ৮শ ১০ কেজি। আসছে কোরবানীর ঈদে লাল মিয়াকে ১৫ লাখ টাকায় বিক্রি করতে শাহাজান।
ষাড় দেখতে আসা ব্যক্তিরা জানান, এবারের ঈদে
উপজেলায় এটি সব চেয়ে বড় ষাড়। বিশাল এ ষাড় টিকে একনজর দেখার জন্য আমরা এসেছি।
যোগাযোগ — 01748878443
Leave a Reply