মাহির খান:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ইতি বেগম (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার শাশুড়ি আমিনা বেগমকে (৫৫) আটক করা হয়েছে।
শনিবার (১০ জুন) দুপুরে পাটগ্রাম থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এর আগে শুক্রবার (৯ জুন) দিনগত রাতে উপজেলার বাউরা বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত ইতি বেগম ওই এলাকার দুলাল মিয়ার ছেলে ও সহকারী ট্রাকচালক আল আমিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে স্বামী আল আমিন বাড়িতে আসেনি।
এ নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ চলে ইতি বেগমের। এরই জেরে শুক্রবার রাতে সবাই খাবার খেলেও ইতি বেগম অভিমানে না খেয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে ঘরের ভেতরে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পাটগ্রাম থানা পুলিশ রাতেই ইতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ইতির শাশুড়ি আমিনা বেগমকে আটক করে পুলিশ।
এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে ইতি বেগমের পরিবার শনিবার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় শাশুড়ি আমিনা বেগমকে গ্রেপ্তার দেখায় পুলিশ।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply