1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
লালমনিরহাটে- ওয়াকফ'র জমি অবৈধ দখলের পায়তারা, প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সংবাদ সম্মেলন - রংপুর সংবাদ
মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ভোট বর্জনের ইঙ্গিত জাপা মহাসচিবের স্বতন্ত্র প্রার্থীদের সাবধান করে যা বললেন ওবায়দুল কাদের রংপুরে ৪লাখ ৮৯ হাজার ৫৮৫জন শিশুকে  ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শীত বাড়ায় মার্কেটের থেকে ফুটপাতে বিক্রি বেড়েছে গরম কাপড়ের রসিকে ১ লাখ ২৯ হাজার ৫০০ টি শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রংপুরে ভোক্তার অভিযানে ২০০ টাকার পেয়াজ মিললো ১৫০ টাকায় রংপুর ২- প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু; নেতাকর্মীদের উচ্ছ্বাস চার বছর ধরে লাপাত্তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাস্টিক বোতল দিলে পাওয়া যাবে কম্বল সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃতফসিল চেয়ে রিট

লালমনিরহাটে- ওয়াকফ’র জমি অবৈধ দখলের পায়তারা, প্রাণনাশের হুমকি; প্রতিবাদে সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি।।
  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৪২ জন নিউজটি পড়েছেন
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে হাজেরন নেছা হাজিয়ানী ওয়াকফ এর জমি অবৈধ দখলের পায়তারা করার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দিয়েছে জমি দখল চেষ্টাকারীরা, এরই প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ওয়াকফ’র সূত্রে জমির মালিক দাবিদার মোতাওয়াল্লী মোঃ শফিউল আলম শ্যামল।
বুধবার (৭ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উল্লেখ করে মোতাওয়াল্লী বলেন, উপজেলার ভোটমারী নাককাটির ডাংগা এলাকায় আমার অধীনে হাজেরন নেছা হাজিয়ানী ওয়াকফ এস্টেটের সম্মত্তি জোর পূর্বক দখলের পায়তারা করে আসছে ঐ এলাকার জাহাঙ্গীর আলম বাদশা, আঃ কুদ্দুস, আঃ রাজ্জাক, আইয়ুব আলী, মোঃ মফিজুল ইসলামসহ একাধিক ব্যক্তি। দখলবাজ ও জমির সার্বিক অবস্থা ওয়াকফ এর প্রশাসককে জানালে ওয়াকফর এর পক্ষে রংপুর জোনের হিসাব নীরিক্ষক কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ প্রদান করেন। এবং তদন্ত কর্মকর্তা গত ৩০ জানুয়ারি সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। তদন্তে প্রাপ্ত তথ্য নিশ্চিত হয়ে জেলা ওয়াকফ উন্নয়ন কমিটি লালমনিরহাটকে গত ১৬ মার্চ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুমতি দেয় যাহার স্মারক নং-১৬.০২.০০০০.০৫৮.০৩১.০০০.৩৮ এবং মোতাওয়াল্লী বরাবর একই তারিখে ১৬.০২.০০০০.০৫৮.০০.৩৮ স্মারক মুলে বি আর এস রেকর্ড সংশোধনের নিমিত্ত্বে ও জাল দলিল বাতিলের মামলা করার জন্য অনুমতি প্রদান করেন। এ বিষয়ে বিচারের দাবিতে আদালতে একটি মামলা করা হয়েছে যা চলমান। বিষয়টি প্রতিপক্ষরা অবগত হওয়ায় হুমকী, ভয়ভীতি প্রদর্শণসহ প্রাণনাশের হুমকী প্রদান অব্যাহত রেখেছেন উল্লেখিত দখলের পায়তারা কারীরা ও তাদের অজ্ঞাত ১০/১২ ভারাটিয়া গুন্ডারা। সংবাদ সম্মেলনে শফিউল ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে দখলদারদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun