1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ট্রেন থেকে বের হয়ে দেখি, চারপাশে ছিন্নভিন্ন হাত-পা পড়ে আছে’ - রংপুর সংবাদ
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই:ইসি আলমগীর হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত মাকতুফা ওয়াসিম বেলি খাদ্যের পর পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি : রিজভী উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি পরিতাপের বিষয় বিএনপি ১৭ এপ্রিল, ৭ মার্চ পালন করে না সময় মানুষকে অনেক কিছু বুঝিয়ে দেন হাতীবান্ধায় নির্বাচনে বৈধতা পেলেন ৪ চেয়ারম্যান প্রার্থী, বর্জন জামাত নেতার লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে সাবেক ইউপি সদস্য গুলিবিদ্ধ  হাতীবান্ধায় নির্বাচন না করার ঘোষণা জামায়াতের

ট্রেন থেকে বের হয়ে দেখি, চারপাশে ছিন্নভিন্ন হাত-পা পড়ে আছে’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৪৩ জন নিউজটি পড়েছেন

নিউজ ডেস্ক:
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৩৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৯ শতাধিক। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, গতকাল শুক্রবার রাতে ঘটে যাওয়া এ দুর্ঘনার উদ্ধারকাজ আজ শনিবার সকালেও চলছে।

এদিকে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানাচ্ছেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা। দুর্ঘটনা কবলিত করমন্ডল এক্সপ্রেসে থাকা এক যাত্রী এনডিটিভিকে বলেন, ‘আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ট্রেনটি লাইনচ্যুত হওয়ার শব্দে জেগে উঠি। আমার উপরে ১০-১৫জন মানুষ এসে পড়েছিল। আমি হাত ও ঘাড়ে প্রচণ্ড আঘাত পেয়েছি।‘

ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা এনডিটিভিকে বলেন, ‘গতকাল শুক্রবার রাতে ওড়িশার বালাসোরে দুটি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে বহু হতাহত হয়েছেন। অনেকে এখনো আটকা পড়ে আছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকাজ এখনো চলছে।‘

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া অপর এক যাত্রী বলেন, ‘ট্রেন থেকে নেমে দেখি, চারদিকে ছিন্নভিন্ন হাত পা ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তাক্ত দেহ পড়ে আছে। দুর্ঘটনায় চেহারা বিকৃত হয়ে গেছে কারও কারও।‘

রেল মন্ত্রণালয়ের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে চেন্নাই যাচ্ছিল। যাওয়ার পথে সুপারফাস্ট এক্সপ্রেস নামের অপর একটি লাইনচ্যুত ট্রেনের সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় একটি মালবাহী ট্রেনও ছিল।‘

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার সকালে দুর্ঘনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। তিনি এক টুইটার পোস্টে বলেছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করি।

নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া আহতদের পরিবার ক্ষতিপূরণ হিসেবে পাবে ২ লাখ রূপি বলে জানিয়েছেন তিনি।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বলেছেন, তিনিও আজ শনিবার ভোরে দুর্ঘটনাস্থলে যাবেন।

করমন্ডল এক্সপ্রেসের অপর এক যাত্রী অনুভব দাস এই ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিয়ে টুইটারে বলেছেন, এটি সম্ভবত সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা। আমি নিজেই অন্তত ২০০ থেকে ২৫০ জনের বেশি মৃত্যুর সাক্ষী হয়েছি। শত শত যাত্রী আহত হয়েছেন। অনেকের হাত পা শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। এসব ভয়াবহ দৃশ্য আমি কখনেআই ভুলতে পারব না।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun