1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. kibriyalalmonirhat84@gmail.com : Golam Kibriya : Golam Kibriya
  3. mukulrangpur16@gmail.com : Saiful Islam Mukul : Saiful Islam Mukul
  4. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি | রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১, ০১:৫০ অপরাহ্ন

ধূমপায়ীদের করোনায় মৃত্যুর ঝুঁকি বেশি

রংপুর সংবাদ ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৩০ মে, ২০২১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি বেশি। গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস অ্যাডহানম ঘেবরেয়াসাস এক বিবৃতিতে ঝুঁকির এই বিষয়টি জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হলে ধূমপায়ীদের মৃত্যুর ঝুঁকি বেশি। শারীরিক নানা জটিল রোগের উৎস হলো ধূমপান। হার্ট অ্যাটাক, ক্যান্সার রোগ এবং ফুসফুসজনিত কিছু রোগের অনুঘটক। সে কারণে সুস্থ ও স্বাভাবিক থাকতে হলে এখনই ধূমপান ছাড়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে তিনি আরো জানান, প্রতিটি দেশকে এই উদ্যোগে যুক্ত হওয়ার আবেদন করছি। সব দেশ যেন তামাকমুক্ত পরিবেশ গড়ে এবং মানুষের মধ্যে সুষম খাদ্যাভ্যাসের আবহ গড়ে তোলে।

এর আগে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক বিশাখা এক গবেষণার পর জানিয়েছিলেন, ধূমপানের কারণে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়। ফলে ধূমপায়ীরা করোনায় আক্রান্ত হলে দ্রুত অবস্থার অবণতি হয়।

তিনি আরো জানান, যারা ধূমপান করে আসছিলেন, তাদের দ্রুত করোনার টিকা দেওয়া দরকার। সেই সঙ্গে টিকার প্রথম ডোজ নেওয়ার পর আর ধূমপান করা যাবে না।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun