1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
এপ্রিল মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ আদিতমারী থানা - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৮ অপরাহ্ন

এপ্রিল মাসে সার্বিক কর্ম মূল্যায়নে শ্রেষ্ঠ আদিতমারী থানা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৫১ জন নিউজটি পড়েছেন

 

 

মাহির খান:
লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আদিতমারী থানা পুলিশ।

এরই স্বীকৃতি হিসেবে আজ লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে এপ্রিল/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, আদিতমারী থানাকে নির্বাচিত করা হয় একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে আদিতমারী থানার এসআই মোঃ মিজানুর রহমানকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

আদিতমারী থানার ওসি মোজাম্মেল হক বলেন, লালমনিরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারকে আদিতমারী থানা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আরো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের গর্ব ও অহংকার, জনগনের প্রকৃত সেবক, সততার সমুজ্জ্বল ব্যক্তিত্ব, জনবান্ধব পুলিশের রোল মডেল ও আদর্শ,

রংপুর রেঞ্জ পুলিশের অভিভাবক রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম স্যার এবং অতিরিক্ত ডিআইজি জনাব এস. এম রশিদুল হক পিপিএম স্যারের প্রতি। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আতিকুল হক স্যার, সুযোগ্য অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস,

(এ-সার্কেল এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) জনাব মোঃ আলমগীর রহমান স্যার সহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আদিতমারী থানায় কর্মরত পুলিশ পরিদর্শক ( তদন্ত) জনাব মোঃ রফিকুল ইসলাম সহ আমার সকল সহকর্মীদের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেস্টা,


কর্মতৎপরতা, অনুপ্রেরণা, শক্তি, সাহস, ভালোবাসার মাধ্যমে আজকের আমাদের এই অর্জন। যা ভবিষ্যতে আমাদের দায়িত্ব পালনে আরো বেশি উদ্দীপক হিসেবে কাজ করবে।

সম্মানিত ডিআইজি, রংপুর রেঞ্জ, মহোদয় ও সম্মানিত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিচ্ছে আদিতমারী থানা পুলিশ।

সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে আদিতমারী থানা পুলিশ বদ্ধ পরিকর।

সকলের নিকট দোয়া প্রার্থণা করছি আমরা যেন শতভাগ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমাদের দায়িত্ব পালন করতে পারি এবং আদিতমারী থানায় মাদক,

জঙ্গী, জুয়া, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে আদিতমারী বাসিকে একটি মডেল থানা উপহার দিতে পারি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun