নিজস্ব প্রতিবেদক:
আন্দোলনে ঝড় তোলার সামর্থ্য নেই বলে বিএনপি গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে না এসে নির্বাচন বানচালের সকল কূটকৌশলের মোকাবেলা করা হবে।
রোববার (১৫ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভায় তিনি এসব কথা বলেন তিনি। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় কুইক রেসপন্স টিমের করণীয় এবং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেতুমন্ত্রী সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তিনি আরও বলেন, সরকার পতনের আন্দোলনে জনসমর্থন না পেয়ে স্বপ্নভঙ্গের বেদনায় পথ হারিয়েছে বিএনপি।
বিএনপি সমালোচনা করে কাদের বলেন, বিএনপি ও তার দোসররা রাজনৈতিক ঝড় তুলে শেখ হাসিনার সরকারকে পতনের কথা বলছে। বাস্তবতা হচ্ছে তাদের কোনও আন্দোলন করা, ঝড় তোলার সামর্থ্য নেই বলেই আজ গলাবাজি করে নিজেদের অক্ষমতাকে ঢাকতে চাচ্ছে।
দলের সাধারণ সম্পাদক বলেন, আগামী নির্বাচন পর্যন্ত শান্তির পরিবেশ তৈরি করে রাখবে আওয়ামী লীগ। কর্মী বাহিনীকে সম্প্রীতি বিষয়ক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বিএনপিকে হুশিয়ারি দিয়ে বলেন, আবারও অগ্নি সন্ত্রাসের আশ্রয় নিলে সমুচিত জবাব দেয়া হবে। ২০১৩-১৪ সালের মতো তারা আগুন সন্ত্রাসের কূটকৌশল নিয়ে এগোতে পারে। বাংলাদেশে শান্তি বিনষ্টকারী কূটকৌশল প্রতিরোধে আমরা সতর্ক আছি।
আগামী নির্বাচন শান্তিপূর্ণ করার আশ্বাস দিয়ে কাদের বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ করতে দেশে শান্তির বাতাবরণ বিরাজ করুক। নির্বাচনে বিএনপি আসবে না, এটা তাদের ইচ্ছা। কিন্তু নির্বাচন করতে দেবে না, রুখে দেবে– এমন হুমকিদাতাদের আমরাও দেখে নেবো। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র আমরা রুখে দেবো। ’
সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
Leave a Reply