1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সাক্ষাৎ শেষে মান্না : ভোট বর্জনের কথা বলেছেন খালেদা জিয়া - রংপুর সংবাদ
সোমবার, ২৯ মে ২০২৩, ১০:৩৫ পূর্বাহ্ন

সাক্ষাৎ শেষে মান্না : ভোট বর্জনের কথা বলেছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১২৩ জন নিউজটি পড়েছেন

 

অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে যেকোনো নির্বাচন জনগণকে সঙ্গে নিয়ে বর্জন করতে হবে। সেই কথাই বলেছেন বিএনপি চেয়ারপারসন। সরকারবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে এ বিষয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।

সোমবার রাত সোয়া ৮টার দিকে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় প্রবেশ করে রাত ১০টার দিকে তিনি বের হন।

এ সময় তিনি বিএনপিপ্রধানের চিকিৎসার খোঁজখবর নেন। মান্না গণমাধ্যমকে বলেন, খালেদা জিয়াকে তিনি যেমন দেখেছেন, তাতে তাঁকে সুস্থ মনে হয়নি। চিকিৎসার বিষয়ে বিএনপি চেয়ারপারসন তাঁকে বলেছেন, তাঁর অসুস্থতার চিকিত্সার জন্য বাইরে যাওয়া দরকার ছিল। কিন্তু তা তো দেওয়া হচ্ছে না।

যার কারণে পুরোপুরিভাবে তিনি সুস্থও হতে পারছেন না। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান মান্না।

নাগরিক ঐক্যের দলীয় সূত্র জানায়, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুই নেতা দীর্ঘ আলোচনা করেন। আগামী আন্দোলন, নির্বাচন, কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন।

এর আগে, ২০২০ সালের মে মাসে খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসায় সাক্ষাৎ করেছিলেন মাহমুদুর রহমান মান্না।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun