মাহির খান:
আবহাওয়া অনুকূলে থাকায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরো ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তিক্ত রোদ মাথার ওপরে, তবুও নিরলস কর্মযজ্ঞ চলছে এই জেলার কৃষকদের।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম সময়ে যেসব চাষিরা বোরো ধান রোপণ করেছেন, তারা ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অনেকে আবার জমিতে কেটে রাখা ধান ঘরে তুলছেন। নারীরাও সাহায্য করছেন ধান কাটাই-মাড়াইয়ে। অনেক জমিতে কৃষি শ্রমিকের পরিবর্তে ধান কাটার কাজ করছে অত্যাধুনিক হারভেস্টার মেশিন।
সিংগীমারী ইউনিয়নের তেলিপাড়া এলাকার কৃষক হাবিবুল্লাহ (৫৫) বলেন, ‘চলতি মৌসুমে আমি ১০ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছি। ধানের ফসল দেখে আশা করা যায়, প্রতি বিঘায় ২৫-৩০ মণ ধান উৎপাদন হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এই বছর সবার ধান ভালো হয়েছে। আমি এর মধ্যে ধান কাটা শুরু করেছি।
একই এলাকার কৃষক জামিদুল (৩০) বলেন, ‘চারা রোপণ দেরিতে করেছিলাম। আমার ধান কাটতে আরও কিছুদিন সময় লাগবে। এর মধ্যেই খবর শোনা যাচ্ছে ঘূর্ণিঝড়ের। চিন্তায় আছি, এই সময় যদি ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টি হয়, তাহলে ধান ঘরে তুলতে পারবো না।’
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান বলেন, ‘এ বছর বোরো চাষাবাদের ভালো ফলন হয়েছে। এমন ফসলে সন্তুষ্ট কৃষকেরাও। আমরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কৃষকদের তথ্য ও পরামর্শ দিয়ে সহযোগিতা করা হয়েছে। উত্তরের এই জেলায় ধান চাষাবাদে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রফতানি করা হচ্ছে।
Leave a Reply