সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ বাছেদ (৩০) নামে এক গ্ৰাম পুলিশের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বাছেদ উপজেলার রঘুনাথপুর এলাকার খবির আলীর ছেলে ও চরগিরিশ ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে নিযুক্ত ছিল।
নিহতের স্বজনেরা জানান, বাড়ির পাশের নিজ সেচ পাম্পের বৈদ্যুতিক লাইনের মেইন তারের সাথে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারায় আব্দুল বাছেদ। পরে তাকে ওই অবস্থায় উদ্ধার করে জামালপু্রের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply