1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
লালমনিরহাটের হরিনচড়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার - রংপুর সংবাদ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৪ পূর্বাহ্ন

লালমনিরহাটের হরিনচড়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে একটি পরিবার

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৩৪৭ জন নিউজটি পড়েছেন

 

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট সদর থানার খুনিয়াগাছ ইউনিয়নের হরিচড়া গ্রামের নিরীহ অসহায় দিন মজুর জয়নাল মিয় প্রতিপক্ষের হামলার ভয়ে প্রায় ১২দিন হতে বাড়ীঘর ছেড়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। প্রান ভয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে অনত্র এক আত্মীয়ের বাড়ীতে।
সদর থানায় দায়েরকৃত মামলার বিবরনে জানা যায় যে, অত্র থানার খুনিয়াগাঝ ইউনিয়নের হরিনচড়া গ্রামের মৃত আব্বাছ আলীর পুত্র মামলার বাদী মোঃ জয়নাল মিয়ার পুত্র মমিনুল হকের সাথে ৮/১০ বছর পুবে পুর্ব হরিনচড়া গ্রামের মৃত কাবের আলীর পুত্র আঃ খালেকের কন্যা মোছাঃ আছমা বেগমের রেজিঃ কাবিনমুলে বিয়ে হয়। স্বামী মমিনুল ও আছমার মধ্যে সাংসারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকত। প্রতিনিয়ত ঝগড়াবিবাদ ও মনমালিন্যের কারনে মমিন্লু বিজ্ঞ আদালতের শরনাপন্ন হয়ে রোটারী পাবলিক লালমনিরহাট এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করেন। এ কারনে মমিনুলের শশুর আঃ খালেকের সাথে তাদের দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে মমিনুলের শশুর আঃ খালেক গং মমিনুল ও তার পরিবারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে এবং তাদেরকে প্রতিনিয়ত খুন জখম করার হুমকী দিতে থাকে এবং দুইবার তাদের উপর হামলা করে জানে মেরে ফেলার চেষ্টা করে। এরই জের ধরে ঘটনার দিন ২২ এপ্রিল/২৩ ইং তারিখ রাত আনুঃ আটটার সময় মমিনুলের শশুর আঃ খালেক ১০/১৫ জন লোক নিয়ে বে আইনী জনতায় দলবদ্ধ হয়ে একই উদ্দেশ্যে ধারালো ছোড়া, রড,রামদা, বাশের লাঠিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মমিনলের বাড়ী ঘেরাও করে। প্রান ভয়ে মমিনুলের পরিবারের লোকজন পার্শবর্তী গ্রামে করিম মিয়ার বাড়ীতে আশ্রয় নেয়। সেখানেও খালেক গং হামলা করার চেষ্টা করলে এলাকা বাসীর প্রতিরোধে ব্যর্থ হয়। হামলা করতে ব্যার্থ হয়ে খালেক গং সুুযোগমত পাইলে তাদের কে হাত পা ভেঙে জানে মেরে ফেলে লাশ গুম করার হুমকী দিয়ে চলে যায়।এবং প্রতিনিয়ত মমিনুলের পরিবারের উপর হামলা করার চেষ্টা করে। আসামীদের অব্যাহত হুমকীর কারেনে মমিনলের বাবা মাসহ পরিবারের সকল সদস্য এখন বাড়ীঘর ছেড়ে অনত্র পালিয়ে বেড়াচ্ছে। আসামীদের হুমকীর ভয়ে তারা নিজ বাড়ীতে উঠতে পারছেনা। আসামীগন যে কোন সময় তাদের মেরে ফেলতে পারে এই ভয়ে তারা এখন অনত্র এক আত্মীয়ের বাড়ীতে আশ্রয় নিয়ে অতি কষ্টে দিন কাটাচ্ছে। আসামীদের অব্যাহত হুমকীতে চরম নিরাপত্তহীনায় রয়েছে মমিনুলের পরিবারের সদস্যরা। এ ঘটনায় মমিনুলের বাবা জয়নাল মিয়া বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হচ্ছে, আঃ খালেক পিতা বক্কর আলী,মসিয়ার রহমান,আশেদুল ইসলাম,এরশাদ, সোলেমান, শামসুল ইসলাম,আজিজুল। এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ ওসি এরশাদুল আলমের সাথে ফোনে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun