1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
সানি লিওনের পরামর্শ দাম্পত্য জীবন সুখী করার - রংপুর সংবাদ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩৫ পূর্বাহ্ন

সানি লিওনের পরামর্শ দাম্পত্য জীবন সুখী করার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৮১ জন নিউজটি পড়েছেন

বলিউড অভিনেত্রী সানি লিওন বিবাহিত জীবনের ‘দশ বছর’ পার করেছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি যেখানে স্বামী ড্যানিয়েলে ওয়েবার সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। এছাড়াও ভক্তদের জন্য সুখী দাম্পত্যের জন্য পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী। এতে সুখী দাম্পত্যের পাঁচটি বিষয়ের উপর জোর দিয়েছেন তিনি।

এগুলো হলো-
১. সব সময় পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখতে হবে।
২. ডেট নাইট প্ল্যান।
৩. একসঙ্গে রান্না করা।
৪. পরস্পরকে হাসানো।
৫. পরস্পরের প্রশংসা করতে হবে।

কিছুদিন আগে বিবাহবার্ষিকীতে দীর্ঘ সময় একসঙ্গে পার করার মন্ত্র জানিয়ে ড্যানিয়েল বলেন, চাপের মধ্যে থেকে আমরা অদ্ভুত জীবনযাপন করি এবং প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু এর মধ্যে এমন একটি মাইলফলক বড় অর্জন। কঠোর পরিশ্রম, পরস্পরকে ভালোবাসা, কথা শোনা এবং সব সময় একে অপরকে শ্রদ্ধার মধ্যে দিয়ে একসঙ্গে এত দূর এসেছি।

প্রসঙ্গত, তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন সানি লিওন ও ড্যানিয়েল। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন তারা। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun