1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
পুনরায় প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা বাইডেনের - রংপুর সংবাদ
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রংপুরে ভোক্তার অভিযানে ২০০ টাকার পেয়াজ মিললো ১৫০ টাকায় রংপুর ২- প্রার্থীতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটু; নেতাকর্মীদের উচ্ছ্বাস চার বছর ধরে লাপাত্তা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্লাস্টিক বোতল দিলে পাওয়া যাবে কম্বল সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনঃতফসিল চেয়ে রিট রংপুরের ৬ আসনে এমপিদের সম্পদ বেড়েছে কয়েকগুন লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন বিকল,আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ৫০ লাখেও নৌকার মনোনয়ন পেলেন না আ.লীগ নেতা, আটক ৩ বেগম রোকেয়ার জন্মস্থানের ধ্বংসাবশেষ হারানোর পথে কারাগারে সেজে প্রস্তুত বর স্বজন ও অভিভাবকদের উপস্থিতিতে বিয়ে তরুণ-তরুণীর

পুনরায় প্রেসিডেন্ট পদে লড়ার ঘোষণা বাইডেনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৭৪ জন নিউজটি পড়েছেন

নিউজ ডেস্ক:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন (জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র) পুনরায় নির্বাচনে অবতীর্ণ হবার ঘোষণা দিলেন ২৪ এপ্রিল। তবে তা সরাসরি জনসমক্ষে না দিয়ে ভিডিও-তে প্রদান করায় ডেমক্র্যাটিক পার্টির নীতি-নির্ধারকদের অনেকে সন্দিহান রয়েছেন যে, শেষ পর্যন্ত বাইডেন মাঠে নামবেন কিনা। কারণ ৮০ বছর বয়সী বাইডেনের পুনরায় প্রার্থী হওয়াকে পছন্দ করছেন না খোদ তারই ডেমক্র্যাটিক পার্টির ৫০% ভোটার। ২০২০ সালের নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন জো বাইডেন।

 

মঙ্গলবার ছিল বাইডেনের প্রেসিডেন্ট পদে (প্রথম টার্মে) নির্বাচনী প্রচারণা শুরুর চতুর্থ বর্ষপূতির দিন এবং সেদিনই ভিডিওতে পুনরায় প্রার্থীতার ঘোষণা দিলেন। বয়সের ভারে ন্যুব্জ বাইডেনের উচিত পুনরায় প্রার্থী না হওয়া-এমন কথা ডেমক্র্যাটদের সাথে রিপাবলিকানদেরও অধিকাংশই বলাবলি করছেন।

উল্লেখ্য, ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন ভ্যাকসিন-বিরোধী আন্দোলনের নেতা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক-রাজনীতিবিদ ম্যারিয়ানা উইলিয়ামস। এ দুজনের জনপ্রিয়তা একেবারেই তলানীতে হওয়ায় খুব সহসা বাইডেনের পক্ষ থেকে তাদের বিরত হবার অনুরোধ যাবে বলে কেউই মনে করছেন না।

এ জন্যই কোন তাড়াহুড়ো না করে সময় নিয়ে মাঠে নামার নিশ্চিত ঘোষণা দিলেন। ইতিমধ্যেই বাইডেন রিপাবলিকান পার্টির সিনেটর-কংগ্রেসম্যানদের সাথে নানা ইস্যুতে সমঝোতার মনোভাব দেখিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যদি রিপাবলিকান পার্টির প্রার্থী হতে পারেন, তবে অনেক রিপাবলিকানই ভেতরে ভেতরে ট্রাম্পের বিরোধিতা করবেন এবং সে সুযোগটিই বাইডেন নেবেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন।

কারণ, রিপাবলিকানদের অনেকেরই আশংকা, ট্রাম্প পুনরায় জয়ী হলে আগের চেয়ে দ্বিগুণ বেপরোয়া হবেন নানা পদক্ষেপ গ্রহণে-যা যুক্তরাষ্ট্রের জন্যে কখনোই মঙ্গলের হবে না।

 

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ডেমক্র্যাটিক পার্টিকে সবচেয়ে বেশি চাঁদা প্রদানকারিদের সাথে বাইডেনের একটি বৈঠক হবার কথা ২৮ এপ্রিল শুক্রবার। পুনরায় বিজয়ের চ্যালেঞ্জ অতিক্রমে কমপক্ষে এক বিলিয়ন ডলারের তহবিল গড়তে চায় ডেমক্র্যাটরা। কারণ, সামনের বছরের নির্বাচনে কঠিন পরিস্থিতি সামাল দিতে হবে রিপাবলিকান প্রার্থীকে ধরাশায়ী করতে। চলতি মেয়াদে অঙ্গিকারের অনেক কিছুই পুরণে সক্ষম হননি বাইডেন-এ প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অপরদিকে, ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে যে ভূমিকায় অবতীর্ণ হওয়া উচিত ছিল-তা এখনও দৃশ্যমান হনি বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাইডেনের রানিংমেট পুনরায় কমলা হ্যারিসই হবেন বলেও আভাস দেয়া হয়েছে।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun