মাহির খান:
লালমনিরহাট সদর থানা এলাকায় শান্তি শৃংখলা রক্ষাসহ মাদক নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, লালমনিরহাট থানা পুলিশ। এরই সীকৃতি হিসেবে অদ্য ১৬/০৪/২০২৩ খ্রিঃ তারিখ লালমনিহাট জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় সার্বিক কর্ম মুল্যায়নে মার্চ/২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে, লালমনিরহাট সদর থানাকে নির্বাচিত করায়, একই সাথে বিশেষ কর্মমুল্যায়নে লালমনিরহাট থানার এসআই মোঃ মিজানুর রহমান এবং জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই মোঃ আশাদুজ্জামানকে পুরস্কৃত করায় লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়কে লালমনিরহাট থানাপুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাই আমার সকল সহকর্মী এবং থানা এলাকার সচেতন মহলকে। যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমাদের এই সাফল্যকে প্রভাবিত করেছে।
সম্মানিত ডিআইজি, রংপুর রেঞ্জ, মহোদয় ও সম্মানিত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দিচ্ছে লালমনিরহাট থানা পুলিশ। সম্মানিত স্যারদের নির্দেশনা যথাযথভাবে অনুসরন করে আগামীতে আরো উন্নত পুলিশি সেবা প্রদানের মাধ্যমে জনগনের আস্থা অর্জনে লালমনিরহাট থানা পুলিশ বদ্ধ পরিকর।
Leave a Reply