স্টাফ রিপোর্টার:
লাললমনিরহাটের হাতীবান্ধায় নিজ বাড়িতে বিএনপির সংবাদ সম্মেলনের আয়োজন করায় তহশিলদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামকে শোকজ নোটিশ দিয়েছে শিক্ষা বিভাগ।
গত ৪ এপ্রিল অনলাইন পোর্টাল আওয়ার নিউজসহ জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় “প্রধান শিক্ষকের বাড়িতে বিএনপির সংবাদ সম্মেলন” সংবাদটি গুরুত্ব সহকারে ছাপানো হয়। হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তার দৃষ্টিগোচর হয়। এ কারনে বৃহস্পতিবার হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম স্বাক্ষরিত পত্রে তিন কর্ম দিবসের মধ্যে ওই প্রধান শিক্ষকে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
হাতীবান্ধা উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের সঙ্গে- ০১৭১৬০১১৭০৯ নম্বরে যোগাযোগ করার চেস্টা করা হয়। কিন্তু মোবাইল ফোন বন্ধ রাখায় তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply