মাহির খান
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে উদ্বোধন হলো বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল। মঙ্গলবার (২১ মার্চ) সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি স্কুলটির শুভ উদ্বোধন করেন।
বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব সিদ্দিকীর সভাপতিত্বে বড়খাতা কলেজের অধ্যক্ষ নুর-এ এলাহী, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ক্রেস্ট প্রদান করা হয়।
উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি গুণগত শিক্ষা প্রচার ও প্রসারে বর্ণমালা কিন্ডারগার্টেন এর শিক্ষকদের এগিয়ে আসার পরামর্শ দেন।
বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply