1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
দলের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয় - রংপুর সংবাদ
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:০১ অপরাহ্ন

দলের অধীনে সুষ্ঠু ভোট সম্ভব নয়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৯৮ জন নিউজটি পড়েছেন

 

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দলীয় সরকারের অধীনে স্বাভাবিকভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কিন্তু বর্তমান সরকার সব ক্ষেত্রে দলীয়করণ করে কর্তৃত্ববাদী সরকার হিসেবে আবির্ভূত হয়েছে। এই কর্তৃত্ববাদী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। গতকাল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে কাকরাইলে তাঁর প্রতিকৃতিতে ফুল দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ ছাড়াও বিকালে বনানীতে দলের নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেন জি এম কাদের। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মো. মাহমুদুল হক মনি তার অনুসারীদের নিয়ে জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। জি এম কাদের বলেন, দেশ চালানো হচ্ছে গোঁজামিল দিয়ে। অগ্রগতির কথা বলে দেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে।

অর্থের অভাবে দেশের স্বাভাবিক আমদানি বন্ধ হয়ে গেছে। উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

উন্নয়নের আগে ভাত চাই : এরশাদের জন্মদিন উপলক্ষে রাজধানীর শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, মানুষ উন্নয়ন চায়, কিন্তু তার আগে পেটে ভাত চায়। এ সময় মনিরুল ইসলাম মিলন, সালমা হোসেন, শেখ মাসুক রহমান, সুজন দে উপস্থিত ছিলেন।

 

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun