অনলাইন ডেস্ক’
বাখমুতে ভয়াবহ যুদ্ধ শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশই দাবি করেছে যে বাখমুত রণক্ষেত্রে গত ২৪ ঘন্টার লড়াইয়ে তারা শত শত শত্রু সেনা হত্যা করেছে। এর মধ্যে আজ কিয়েভ বাহিনী ঘোষণা করেছে, তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ২০০-রও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে। আহতের সংখ্যাও অনেক।
ডনবাস এলাকার শহর বাখমুতে রুশ-সমর্থনপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোও সক্রিয় রয়েছে। তারাও ইউক্রেন সরকারের বিরুদ্ধে লড়ছে। সব পক্ষেই প্রাণহানি খবর পাওয়া গেছে। তবে হতাহতের সংখ্যা স্পষ্ট নয়। রবিবার ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র শেরহি চেরেভাটি বলেছেন, বাখমুতে ইউক্রেনীয় সেনাদের হাতে ২২১ জন রুশপন্থী সেনা নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছে।
Leave a Reply