মাহির খান:
রংপুরের গঙ্গাচড়ায় বাস উল্টে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার গঞ্জিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জলঢাকা থেকে ছেড়ে আসা বাসটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গঞ্জিপুর বটতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে দু’জন নিহত হন। আহত হন আরও অন্তত ১৫ জন।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দু’জন পুরুষ নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের বয়স ৪৫।
Leave a Reply