রংপুর সংবাদ রংপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা - রংপুর সংবাদ

রংপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


Rezaul Karim Manik ফেব্রুয়ারী ২৩, ২০২৩, ৭:৩৩ PM
রংপুরে ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আমির হোসেন রিংকু,মহানগর প্রতিনিধিঃ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধাগণকে সংবর্ধণা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ২১-০২-২৩ তারিখ বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, বিশেষ অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ, পুলিশ কমিশনার মোঃ নূরে আলম মিনা, পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এবং রংপুর মহানগর বাংলাদেশ আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন বাচ্চু ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ।

এতে বক্তব্য রাখেন রংপুরে ভাষা আন্দোলনে নেতৃত্ব দানকারী একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মজিবর রহমান মাস্টার এবং মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল প্রমূখ।

পরে বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিকদের সংবর্ধনা এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশীত হয় ।

এ সময় ভাষা সৈনিকরা বলেন স্বাধীনতার ৭১ বছর হলেও এখনো আমরা আমাদের মাতৃভাষা অর্জন করতে পারেনি এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ভিজিটিং কার্ডে এবং সরকারি দপ্তর গুলোতে ব্যবহৃত হয় ইংরেজি ভাষা। তাই সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে বাংলাদেশের সকল স্তরে যেন বাংলা ভাষা প্রচলিত থাকে এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

রক্তের বিনিময়ে এই ভাষা অর্জন করেছি সে বাংলা ভাষার অব মূল্যায়ন হচ্ছে। আমরা চাই আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবেই বাংলা ভাষাকে রক্ষা করতে হবে।