রংপুর সংবাদ সিরাজগঞ্জে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারি আটক - রংপুর সংবাদ

সিরাজগঞ্জে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারি আটক


Rezaul Karim Manik ফেব্রুয়ারী ১৯, ২০২৩, ১১:২১ PM
সিরাজগঞ্জে ১৩৮ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের কড্ডারমোড়ে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করেছে র্যাব।

রবিবার বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কের সদর উপজেলার কড্ডারমোড় এলাকার ফ্লাইওভার এর নিচে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।

আটক আসামীরা হলো নওগাঁ জেলার রানীনগর থানার চকাদিন হিন্দুপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (২৩), চককুতুব এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে আলমগীর কবির আলম (৩১), একই থানার বাহাদুরপুর এলাকার বিল্লাল মোল্লার ছেলে ইমরান হোসেন (৩৫) ও সগরামপুর কাশিমপুর দক্ষিণপাড়া এলাকার মৃত ইয়াদ আলী প্রামানিকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোটরসাইকেল ও ৬টি মোবাইল জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক আসামীরা দীর্ঘদিন যাবত সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছিলো। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।