এসএসসি-সমমান পরীক্ষা ৩০ এপ্রিল শুরু
Rezaul Karim Manik
জানুয়ারী ৩১, ২০২৩, ৫:০৭ PM
২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩০ এপ্রিল থেকে শুরু হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার সময়ের আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার এসএসসি পরীক্ষা শুরু করা হবে আগামী ৩০ এপ্রিল থেকে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালে সেটি অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, দেশে সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে হতো। কিন্তু করোনা সংক্রমণ শুরুর পর থেকে এই পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। গত বছর ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের মতো এ বছরও পুনর্বিন্যাস করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে।
Related
আপনার মতামত লিখুন :