সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ছুরি চালিয়ে সাইদুল ইসলাম লেদু (৫০) নামে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার আইগবাড়ী পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, সকালে সাইদুল ইসলাম তার নিজ ঘরে আল্লাহু আকবর বলে চিৎকার করতে থাকে। চিৎকারের শব্দ শুনে তার ঘরে গিয়ে তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :