রংপুর সংবাদ পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল - রংপুর সংবাদ

পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল


Rezaul Karim Manik জানুয়ারী ৩০, ২০২৩, ৬:৫১ PM
পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের প্রতিবাদে হরতাল

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীগ নেতা এম ওয়াজেদ আলীর হত্যাকান্ডের রহস্য উন্মোচন ও দোষিদের শাস্তি দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সোমবার (৩০জানুয়ারী) পাটগ্রাম উপজেলা সম্মিলিত নাগরিক সমাজের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলে।

পাটগ্রাম থেকে লালমনিরহাট বা রংপুরগামী সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পাটগ্রাম-বুড়িমারী মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল ও সমাবেশ চলছে।
এদিকে বুড়িমারী স্থল বন্দরের পাসপোর্ট ধারী যাত্রীরা যানবাহন না পেয়ে দুর্ভোগে পড়েছেন। অনেকে বুড়িমারী রেলস্টেশনে ও স্থলবন্দরে বসে সময় পার করছেন।
রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার মুন্সীহাট সীমান্তবর্তী এলাকা থেকে এ হত্যাকান্ডের প্রধান আসামি নাহিদুজ্জামান প্রধান বাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার তাকে অদালতে তোলা হবে।
পাটগ্রাম উপজেলা জগতবের ইউনিয়ন পরিষদ ইউপি সদস্য আলাউদ্দিন সুমন বলেন,বীর মুক্তিযোদ্ধার  হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। মহাসড়কে কোন প্রকার যানবাহন পাটগ্রাম আসতে ও ছেড়ে যেতে পারছে না।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, বীর মুক্তিযোদ্ধা হত্যাকান্ডের মূল আসামিকে গ্রেফতার করা হয়েছে আশাকরি জড়িতদের সবাইকে গ্রেফতার করা হবে। এ ঘটনায় পাটগ্রামে দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ আছে পাশাপাশি জনগণের নিরাপত্তায় শহরের মোড়ে মোড়ে পুলিশ টহল রয়েছে।
গত ২০ জানুয়ারি রাতে পাটগ্রাম পৌর শহরের নিজ  বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয় এম ওয়াজেদ আলীকে। তিনি পাটগ্রাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। এঘটনার পর নিহতের ছেলে বাদি হয়ে নাহিদুজ্জামান বাবুর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।