মাহির খানঃ
লাললমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক চাপায় গ্রামীন ব্যাংক কর্মকর্তা লতিফুল ইসলাম (৩৪) নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বড়খাতা দোয়ানী মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত লতিফুল ইসলাম লাললমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী মনিরাবাদ এলাকার রুহুল আমিনের ছেলে। বড়খাতা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ বড়খাতা হাইওয়ে থানায় রয়েছে। নিহতের ছোটভাই রবিউল ইসলাম লাশ গ্রহনের জন্য আবেদন করেছেন। পুলিশিং রির্পোট শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :