1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
তিস্তায় বড়শিতে ধরা পড়ল ২৩ কেজি ওজনের বোয়াল - রংপুর সংবাদ
সোমবার, ০৫ জুন ২০২৩, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

তিস্তায় বড়শিতে ধরা পড়ল ২৩ কেজি ওজনের বোয়াল

লালমনিরহাট প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৪ জন নিউজটি পড়েছেন

লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারাজের উজানে এক জেলের বড়শিতে ২৩ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।

সোমবার (৯ জানুয়ারী) সকালে তিস্তা নদীতে জেলের বড়শিতে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে বোয়াল মাছটি দোয়ানী সাধুর বাজারে নিয়ে এলে মাছটি দেখার জন্য মানুষের ভিড় জমে।

জানা গেছে, এই মৌসুমে তিস্তা এখন শুকিয়ে খাঁ খাঁ। কোথাও তিস্তা নদীতে পানি হাঁটু জল কোথাও নাই। তিস্তা ব্যারাজ এলাকায় পানির গভীরতায় জেলের জালে ধরা পড়ছে ছোট বড় রুই,কাতলা, বৈরালী,বোয়াল,বাঘার আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ।


জেলে সোলেমান আলী বলেন, বোয়াল মাছটি সাধুর বাজারে বিক্রি করতে নিয়ে এলে মাছটির দাম প্রতি কেজির ১৭০০ টাকা চাওয়া হয়। পরে নীলফামারীর এক মাছ ব্যবসায়ী প্রায় ৩৯ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নিয়ে নীলফামারীতে চলে যান।

তিস্তা ব্যারাজ এলাকার জেলে কদম আলী বলেন, সকালে কয়েকজন জেলে ব্যারাজের উজানে গিয়ে ২৩ কেজি ওজনের মাছটি ধরেন। তিনি আরও বলেন, মাছটিকে তারা বড়শিতে ধরেনি। ব্যাটারির সাহায্যে বিদ্যুৎ তৈরি করে বোয়াল মাছটিকে আটক করেন।

তিস্তা পাড়ের স্থানীয় বাসিন্দার বাবু মিয়া বলেন,বর্তমানে তিস্তার পানি খুবই কম। দিন দিন তিস্তার পানি কমে যাচ্ছে। এই পানিতে ২৩ কেজি ওজনেন বোয়াল মাছ পাওয়া ভাগ্যের ব্যাপার। মাছটি বাজারে নিয়ে এলে ক্রেতা না থাকায় নীলফামারীর একমাছ ব্যবসায়ী তা কিনে নিয়ে যান।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun