মিঠাপুকুরে ৪টি গরু চুরির মামলার দুই আসামি মুকুল ও সুরুজকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত মুকুল মিয়া লতীবপুর ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে ও সুরুজ মিয়া একই ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. শফি উদ্দিনের ছেলে।
উপজেলার লতীবপুর ইউনিয়নের আব্দুল্যাপুর গ্রামের কৃষক শাহ্ মো: শফিউল আলম মিঠাপুকুর থানায় মুকুল ও সুরুজসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর গভীর রাতে শাহ্ মো: শফিউল আলমের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়ে যায়। পরদিন ঘটনাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবগত করেন শফিউল আলম। এতে ক্ষিপ্ত হয়ে চুপ-চাপ থাকার জন্য বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসামী মুকুল ও সুরুজ। পরে মিঠাপুকুর থানায় তাদের দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন চুরি যাওয়া গরুর মালিক শফিউল আলম।
পুলিশ আরও জানায়, চুরি যাওয়া ৪টি গরুর বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে মুকুল ও সুরুজকে গ্রেফতার করে পুলিশ।
লতীবপুর ইউনিয়নের বিট অফিসার এসআই আব্দুল জোব্বার সরকার বলেন, গরু চুরির সাথে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, গরু চুরির অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply