মাহির খানঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় আব্দুস ছাত্তার নূরানী মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান আব্দুস ছাত্তার নূরানী মাদ্রাসা ও এতিমখানার মাদ্রাসা ছাত্রদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দেন প্রয়াত চেয়ারম্যান আব্দুস ছাত্তারের জোষ্ঠ্যপুত্র,হাতীবান্ধা উপজেলা বিএনপির সদস্য ও ডাউয়াবাড়ি ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল কবির ওয়াসিম।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রান্নাথ পাটিকাপাড়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হাবিব উজ্জ্বল,কৃষিব্যাংক অফিসার আনোয়ারুল হাসেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply