রবিউল ইসলাম বাবুল,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট আদিতমারী উপজেলার নামুড়ী রেলগেইটে মোবাইলে পাবজি গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর)রাত ৮টায় নামুড়ী রেল গেট এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার আদিতমারী নামুড়ী রেলগেইট এলাকায় সন্ধ্যায় মোবাইলে পাবজি খেলতে রেল গেট এলাকায় যায় সাইফুদ্দিন। সেখানে হেড ফোন কানে দিয়ে মোবাইলে গেমস খেলছিলো সে কিন্তুু লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রাম বুড়ীমারী মুখি ট্রেন আসলেও সে হেড ফোন কানে থাকার কারণে ট্রেনের শব্দ শুরনতে পায়নি গেমস এর নেশায় মগ্ন হয়ে বেমালুম ভূলে বসেছে যে সে রেল লাইনের উপর বসে আছে। পতিমধ্যে লামনিরহাট থেকে আসা বুড়ীমারী গামী ট্রেনের ধাক্কা খেয়ে ঘটনা স্থলে মৃত্যু হয় তার।
নিহত সাইফুদ্দিন নামুরী রেল গেইট এলাকার অটো চালক মোস্তাকের ছেলে।
এ ব্যপারে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলামের সঙ্গে মুঠো ফোনে আলোচনা হলে তিনি ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, সৃষ্ট ঘটনায় একটি ইউ,ডি মামলা হয়েছে।
Leave a Reply