1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
এক সাথে চার ছেলে হলো আফসানার - রংপুর সংবাদ
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পূর্বাহ্ন

এক সাথে চার ছেলে হলো আফসানার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২৭ জন নিউজটি পড়েছেন

সিরাজগঞ্জে এক সাথে চার ছেলে জন্ম দিয়েছেন এক মা। ঘটনাটি ঘটছে শনিরার সকালে সিরাজগঞ্জে বেসরকারি মেডিনোভা হাসপাতালে। শিশু চারটির জন্ম দিয়েছেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী আফসানা খাতুন।

আফসানা খাতুনের স্বামী আইন মন্ত্রণালয়ে অফিস সহকারী হিসাবে কর্মরত। তিনি বলেন, গত ৭ মাস আগে তার স্ত্রী গর্ভধারণ করেন। নির্ধারিত সময়ের প্রায় দুই মাস আগে এদিন তার চারটি ছেলে সন্তান জন্ম নেয়। তিনি জানান, এটি তাদের প্রথমবারের সন্তান। আফসানা এবারই প্রথম গর্ভবতী হন।

মেডিনোভা হাসপাতালের হেড নার্স সাবিরা সরকার রুমি বলেন, শনিবার সকালে হঠাৎ করেই আফসানার প্রসববেদনা ওঠে। ওই অবস্থায় হাসপাতালে আসার পর নরমালি বাচ্চা প্রসব করা হয়। প্রসূতির নির্ধারিত সময়ের দুই মাস বাকি ছিল। প্রি-ম্যাচিওর বাচ্চা প্রসব হওয়ায় অবস্থাও ভালো নয়। দুপুরের দিকে চার বাচ্চাকেই সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান, প্রসবের তারিখ নির্ধারণ ছিল আগামী বছরের ২০ ফেব্রুয়ারি।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার ডা. মাহবুবুল আলম বলেন, চার শিশুকে স্ক্যানো ওয়ার্ডে ভর্তি করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রি-ম্যাচিওর প্রসব হওয়ায় তাদের অবস্থা খুব একটা ভালো নয়। আমরা চেষ্টা চালাচ্ছি তাদের সুস্থ করার।

এদিকে এ ঘটনা লোকমুখে শুনে অনেকই বাচ্চাগুলোকে দেখতে ভিড় করেন হাসপাতালে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun