সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াটসঅ্যাপ জনপ্রিয় চ্যাটিং অ্যাপগুলোর একটি। গুগল প্লে স্টোরের হিসেবে এখন পর্যন্ত ৫ বিলিয়ন বার অ্যাপটি ইনস্টল করা হয়েছে। আবার এই অ্যাপকে বলা হয় নিরাপদ চ্যাটিং অ্যাপ। একইসময়ে এই অ্যাপ ভয়েস ও ভিডিও কলের জন্য জনপ্রিয়।
হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া সব মেসেজ ও কল অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশনের (কলার-রিসিভার) মাধ্যমে সুরক্ষিত থাকে। এরপরেও প্রয়োজনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিং সম্ভব।
অ্যানড্রয়েড ফোন থেকে যেকোনো হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা সম্ভব। এজন্য দরকার হবে ঈধষষ জবপড়ৎফবৎ-ঈঁনব অঈজ নামের একটি অ্যাপ।
অ্যানড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড যেভাবে করা যাবে
১. গুগল প্লে স্টোর থেকে ঈধষষ জবপড়ৎফবৎ-ঈঁনব অঈজ অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
২. এই অ্যাপ ওপেন করে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।
৩. হোয়াটসঅ্যাপে কোনো কল এলে স্ক্রিনে ঈঁনব ঈধষষ উইজেট দেখা যাবে।
৪. এই উইজেট দেখতে না পেলে ঈঁনব ঈধষষ ওপেন করে ঋড়ৎপব ঠড়ওচ পধষষ ধং ধ াড়রপব পধষষ অপশন সিলেক্ট করতে হবে।
৫. এই অ্যাপ সব হোয়াটসঅ্যাপ কল অটোমেটিক রেকর্ড শুরু করবে। যা ইন্টারনাল মেমোরিতে সেভ হবে।
হোয়াটসঅ্যাপ ছাড়াও এই অ্যাপ ব্যবহার করে জুম, টেলিগ্রাম, সিগন্যালসহ অন্যান্য মেসেজিং অ্যাপের ভয়েস কল রেকর্ড করা যায়।
Leave a Reply