নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দোলাপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে। ঘর ও অন্যান্য মালামালসহ এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয়রা জানায়, রোববার (১৯ ডিসেম্বর) রাতে ওই গ্রামের হবিবর রহমানের গোয়াল ঘরে রাখা মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। পরে সেখান থেকে আগুন মুহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে হবিবর, আব্দুল মজিদ, হামিরুল ও জহুরুলসহ পাঁচটি পরিবারের ১১টি আধাপাকা ঘর, ধান, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
পরে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
Leave a Reply