মাহির খানঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের উপনির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে কত কয়েকদিন ধরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্তত-৩৫ জন আহত হয়েছে।
এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় সোমবার রাতে অভিযানে গেলেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা- নাজির হোসেন। এসময় তিনি ইউনিয়নের ঝু্ঁকিপূর্ন পয়েন্ট ও হাটবাজারের জন বহুল এলাকাসমূহ পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন সহকারী- কমিশনার ভূমি লোকমান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা- নাজমুল হক, বি সার্কেল ফরহাদ ইমরুল কায়েশ, ওসি শাহা আলম সঙ্গে ছিলেন।
এসময় নাজির হোসেন সকল নির্বাচনী প্রার্থী, নির্বাচন এলাকার লোকজন, দোকানদার, ব্যবসায়ীসহ সকল শ্রেণির লোকজনকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার তাগিত দিয়েছেন। পাশাপাশি রাত ৮ টার মধ্যে ওই এলাকার দোকানদারকে দোকান বন্ধ রাখার নির্দেশ দেন।
Leave a Reply