লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য আয়োজনে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (০৪ জানুয়ারী) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি জিহান এর নেতৃত্বে র্যালীটি উপজেলা শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাবেক ছাত্রলীগ সভাপতি তফিউজ্জামান জুয়েল ।
ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি এবং সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জালী এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভা শেষে ৭২ বছরের ৭২টি মোমবাতি জ্বালিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
আপনার মতামত লিখুন :