আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এ সরাসরি চুক্তিতে এক ঝাঁক বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। এবার দলটি ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েলকে ভিড়িয়েছে। তবে আগেও রংপুরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ অলরাউন্ডারের।
এর আগে সরাসরি চুক্তিতে দেশের উইকেট-কিপার ব্যাটার নুরুল হাসান সোহানকে দলে নিয়েছিল রংপুর রাইডার্স। এ ছাড়া ড্রাফটের আগেই বিদেশি ক্রিকেটারদের মধ্যে সিকান্দার রাজা, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, শোয়েব মালিক ও পাথুম নিসাঙ্কাকে দলে ভিড়িয়েছে তারা।
বেনি হাওয়েলকে স্বাগত জানিয়ে রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, আবারও ঘরে ফেরায় স্বাগত বেনি হাওয়েল। আনন্দের সঙ্গে জানাচ্ছি ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল আরও একবার রংপুর রাইডার্সের হয়ে খেলবে। ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের পক্ষে ৮ ম্যাচ খেলেছিলেন বেনি হাওয়েল। বল হাতে ওভারপ্রতি ৫.৬৪ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ব্যাট হাতে ১৩০.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ৯৪ রান। রংপুর রাইডার্স ছাড়াও বিপিএলে খুলনা টাইটান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন ৩৪ বছর বয়সী হাওয়েল।
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান, সিকান্দার রাজা (জিম্বাবুয়ে), হারিফ রউফ (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), শোয়েব মালিক (পাকিস্তান), পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা), জেফ্রি ভ্যান্ডারসাই (শ্রীলঙ্কা), বেনি হাওয়েল।
ড্রাফট: শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম শেখ, রাকিবুল হাসান, শামীম হোসেন, রিপন মণ্ডল, আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), অ্যারন জোনস (যুক্তরাষ্ট্র), রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক, আলাউদ্দিন বাবু।
Leave a Reply