1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
হিমালয়ের হিমবাহে নাকাল তেঁতুলিয়ার জনপদ, তাপমাত্রা কমে সর্বনিম্ন - রংপুর সংবাদ
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন

হিমালয়ের হিমবাহে নাকাল তেঁতুলিয়ার জনপদ, তাপমাত্রা কমে সর্বনিম্ন

পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
দেশের শেষ প্রান্তের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে । এ উপজেলা হিমালয় পর্বতের অনেক কাছে হওয়ায় উত্তরের হিম বাতাসের কারণে তাপমাত্রা কমছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জানা গেছে, সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুম ও সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, চলতি মৌসুমে গত বছরের তুলনায় ১৫ থেকে ২০ দিন আগেই শীতের আমেজ শুরু হয়েছে। তবে তাপমাত্রা ডিসেম্বরের শেষের দিকে ও জানুয়ারির শুরুতে আরও হ্রাস পাবে এবং শীতের তীব্রতা বেশি থাকবে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনে তাপমাত্রা উঠানামার কারণে সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও কুয়াশা ঢাকা থাকছে চারপাশ। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা সূর্যের আলো দেখা যায় এবং গরম অনুভূত হয়। কয়েক দিনে শীতের তীব্রতা কিছুটা বাড়ার কারণে মানুষ গরম কাপড় পরছে। এদিকে শীতকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন হাট-বাজারে গরম কাপড় ও শীতের পিঠার দোকানগুলো জমে উঠতে শুরু করেছে। পাশাপাশি ঠান্ডা ও গরম আবহাওয়ার কারণে শীতজনিত রোগের প্রাদুর্ভাবও শুরু হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন, আমরা ইতিমধ্যে গরিব, অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। যেহেতু এ উপজেলায় প্রতি বছর শীতের তীব্রতা বেশি ও দীর্ঘস্থায়ী থাকে তাই কেউ যেন দুর্ভোগে না পড়ে তাই আমরা আগেভাগেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun