1. rkarimlalmonirhat@gmail.com : Rezaul Karim Manik : Rezaul Karim Manik
  2. maniklalrangpur@gmail.com : রংপুর সংবাদ : রংপুর সংবাদ
বিয়ের দাবিতে ৫দিন ধরে অনশনে প্রেমিকা, প্রেমিক পলাতক - রংপুর সংবাদ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

বিয়ের দাবিতে ৫দিন ধরে অনশনে প্রেমিকা, প্রেমিক পলাতক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৭৫ জন নিউজটি পড়েছেন

লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ের দাবিতে ৫দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। প্রেমিক ওই তরুনী অনশন করার ৫ দিন অতিবাহিত হলেও পলাতক রয়েছে প্রেমিক যুবক।

গত শনিবার দুপুর থেকে হাতীবান্ধা উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের আলিফা আক্তার (১৮) নামে ওই তরুণী বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। প্রেমিক উৎসব আলম (২২) উপজেলার সিংঙ্গীমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আজিজার রহমানের ছেলে।

আজ রবিবার সরেজমিনে জানা গেছে, প্রেমিক উৎসব আলমের সাথে অনশনে থাকা ওই তরুনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে গত ২ ডিসেম্বর উৎসব আলম প্রেমিকা আলিফকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েকবার দৈহিক মেলামেশা করেন। এরমধ্যে আলিফা আক্তার বিয়ের চাপ দিলে সে টালবাহানা শুরু করেন। এরপর প্রেমিকা আলিফা আক্তার প্রেমিক উৎসব আলমের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করেন। কিন্তুপ্রেমিক উৎসব আলম পলাতক রয়েছে।

প্রেমিকা আলিফা আক্তার বলেন, উৎসব আলমের সাথে আমার এক বছর ধরে প্রেমের সম্পর্ক। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে কয়েকবার দৈহিক মেলামেশা করেন উৎসব। বিয়ের চাপ দিলে সে বিভিন্নভাবে টালবাহানা করেন। আমি তার বাড়িতে এসেছি তাকেই বিয়ে করব। এর মধ্যে গত পাঁচ দিন ধরে উৎসব আলমের বাড়িতে আছি। বাড়ির বাহিরে যেতে দেয় না ঘরে আটকে রাখেন উৎসবের বড় ভাই লেবু মিয়া।

এ বিষয়ে সংঙ্গিমারী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শামসুল আলম বলেন,গত পাঁচ দিন ধরে ডালিয়া এলাকার একটি মেয়ে আমার ওয়ার্ডের বিয়ের দাবিতে উৎসবের বাড়িতে অবস্থান করছেন বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজনের সাথে বৈঠক করার কথা আছে।

উৎসব আলমের বাবা আজিজার রহমান বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ে ভালোবাসা করেছে কিনা আমি জানিনা। আমার ছেলে বাড়িতে নেই। এ বিষয়ে প্রেমিক উৎসব আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

সিংঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আজ সন্ধ্যায় ইউনিয়ন পরিষদে বৈঠকের কথা রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম কে বলেন,বিষয়টি আমার জানা নেই তবে কেউ অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

এই ক্যাটাগরীর আরো সংবাদ

© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | রংপুর সংবাদ.কম
Theme Customization By NewsSun